ডেস্ক: বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়লাভের পর রাজস্থান এবং মধ্যপ্রদেশে নবীন প্রার্থীদের শুভেচ্ছা বার্তা দিলেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। তিনি ট্যুইট করে বলেন ‘মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সচিন পাইলট এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিধানসভা ভোটে জয়লাভের জন্য শুভেচ্ছা।’ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাই করতে গিয়ে কংগ্রেস শিবিরকে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ব্রিটিশ আদালতের তরফে প্রত্যার্পণের নির্দেশ জারি করার পরই এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ৯ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত বিজয় মালিয়া।
অন্যদিকে বিজয় মালিয়া ব্রিটিশ আদালতের এই প্রত্যার্পণের রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, এই মুহুর্তে তিনি কোনও রকম আলপটকা মন্তব্য করে বিতর্জে জড়াতে নারাজ। কারণ এই রায় পর্যালোচনা করার জন্য তাঁর নিজস্ব আইনজীবীরা আছেন। তারাই এই ব্রিটিশ আদালতের রাইয়কে আইনীভাবে খতিতে দেখে তবেই একটা সিদ্ধান্ত নেবেন। ৭৪ পাতার এই রায়ে ব্রিটিশ আদালত বিজয় মালিয়াকে অলংকৃত কোটিপতি প্লে বয় হিসাবে বর্ণণা করেছেন। ব্রিটিশ আদালতের নির্দেশ মেনে যদি মালিয়াকে দেশে ফেরানোর ব্যবস্থা কড়া হয় তাহলে তাকে মুম্বই জেলে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হবে।