ডেস্ক: অপ্রতিরোধ্যতার সংজ্ঞা বদলে দিয়ে একদিনের ক্রিকেটে নিজের ৩৪তম সেঞ্চুরি করে ফেললেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি কেন বিশ্বের সেরা ব্যাটসম্যান তা সকলের চোখে আঙুল দিয়ে ফের একবার কেউটাউনে প্রমাণ করে দিলেন বিরাট। সফরের প্রথম ওয়ান-ডে ম্যাচের পর তৃতীয় ম্যাচেও তিন সংখ্যা পেরিয়ে অনন্য নজির গড়লেন অধিনায়ক। ১১৯ বলে মাত্র ৭টি চারের সাহায্যেই এদিন নিজের শতরান পূরণ করেন কোহলি।
কোহলির অন্যতম পছন্দের সতীর্থ রোহিত শর্মার ব্যাটের নীরবতা অবশ্য এখনও ভাঙার নাম লক্ষণ দেখায়নি। শূন্য রানের স্কোরে রোহিত প্যাভিলিয়ন ফিরে গেলে ইনিংসের হাল ধরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ১৪০ রান যোগ করে আউট হন ধাওয়ান।
নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে একের পর এক সতীর্থদের ফিরে যেতে দেখলেও নিজে বট গাছের মতো দাঁড়িয়ে রক্ষা করেন ভারতের ব্যাটিং। শিখর-কোহলি ছাড়া বেশিরভাগ ভারতীয় ব্যাটসম্যানই এদিন ব্যর্থ। রাহানে, পান্ডিয়া, ধোনি সকলেই ১০ রানের ঘরেই ফিরে যান। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ২৩৬/৬। ক্রিজে ১১৭ রানে নটআউট রয়েছেন অধিনায়ক।