news sports

মহানগর ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা। জাতীয় দলের সতীর্থ হওয়ার পাশাপাশি একে অপরের পড়শিও। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও তরুণ ব্যাটসম্যান থাকেন ৫০০ মিটারের মধ্যে দূরত্বে।
লকডাউনের মধ্যে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে তাঁকে বাড়ির বানানো নীর ধোসা (ধোসারই এক প্রকারভেদ) দিয়ে গেলেন। কোহলি আয়ারের সঙ্গে ছবি পোস্ট করে সেকথা জানালেন টুইটারে।

কোহলি বুধবার দুপুরে লিখলেন, “আমাদের এক দয়ালু পড়শি এসে নীর ধোসা দিয়ে গেল। আমাদের দুই বাড়ির মধ্যে দূরত্ব ৫০০ মিটার। ওর মাকে অনেক ধন্যবাদ। বহু দিন পর এত সুন্দর ধোসা খেলাম। স্বাদের স্বর্গীয় অনুভূতি আমাদের মুখে হাসি এনে দিয়েছে। আশা করি আমাদের পাঠানো মাশরুম বিরিয়ানি ও উপভোগ করছে।”

ইনস্টাগ্রামে কোহলির এই পোস্ট দেখে যুজবেন্দ্র চাহাল আর নিজেকে আটকাতে পারলেন না। তিনি কোহলির উদ্দেশ্যে লিখলেন, “ভাইয়াজি আমি মাত্র ১৪০০ কিলোমিটার দূরে থাকি। দয়া করে এখানে যদি বিরিয়ানি পাঠান!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here