মহানগর ওয়েবডেস্ক: সোমবার গভীর রাতে রোনাল্ডোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের জন্য ব্যালন ডি’ওর জেতেন লিওনেল মেসি। দ্বিতীয় হন ভান ডিক ও তৃতীয় রোনাল্ডো। মজার ব্যাপার হল অনুষ্ঠানে এদিন অনুপস্থিত ছিলেন রন। আর সেই কারণেই তাঁকে কটাক্ষ করেন লিভারপুল তারকা ভান ডিক।
প্রথা অনুযায়ী অনুষ্ঠানের রেড কার্পেটের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভান ডিক। সেখানে এক ডাচ সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, ‘রোনাল্ডো তো আজ অনুপস্থিত। তাহলে তো একজন প্রতিদ্বন্দ্বী কমে গেল।’ পাল্টা উত্তরে ভান ডিকের খোঁচা,
‘ও কি প্রতিদ্বন্দ্বী ছিল?’
ব্যাস, ঘটনাটি সামনে আসতেই চুপ থাকেননি রোনাল্ডোর দিদি কাতিয়া আভেইরো। ইনস্টাগ্রামে রোনাল্ডোর বাইসাইকেল কিক গোলের ছবি পোস্ট করে ভার্জিল ভান ডিকের উদ্দেশ্যে তিনি লেখেন,
‘আমার মনে হয় কিছু মানুষ খুব হতাশাগ্রস্থ। সকলেই আগে থেকে জানতেন যে রোনাল্ডো এবার অনুষ্ঠানে যাবে না। আর প্রিয় ভার্জিল, তুমি যেখানে আজ যাচ্ছ, সেখানে রোনাল্ডো আগে বহুবার গিয়েছে এবং ভবিষ্যতেও যাবে।’
A post shared by Katia Aveiro (@katiaaveirooficial) on
পাশাপাশি তিনি আরও জানান যে, রোনাল্ডোই তাঁর কাছে সেরা ফুটবলার। একই সঙ্গে তিনি ভান ডিককে ২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথাও মনে করিয়ে দেন। ওই ম্যাচে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। দুরন্ত বাই সাইকেল কিকে গোল করেছিলেন সিআর সেভেন।