news sports

মহানগর ওয়েবডেস্ক: অত্যন্ত স্পষ্ট বক্তা শোয়েব আখতার। এককথায় ঠোঁট কাটা। কিংবদন্তি পাক স্পিডস্টারের মনে যা আসে তা মুখে আনতে তিনি দু’বার ভাবেন না।

৪৪ বছরের ক্রিকেটার তাঁর প্রাক্তন প্রতিদ্বন্দ্বী শচীন তেন্ডুলকরের ভূয়সী প্রশংসা করলেন। সাফ জানিয়ে দিলেন শচীনের ধারেকাছে তিনি কাউকে রাখবেন না। বিরাট কোহলির সঙ্গে শচীনের কোনও তুলনাই হয় না বলেও মত।

আখতার হ্যালো লাইভ সেশনে এসেছিলেন। সেখানে তিনি জানালেন যে, ২০০৩ বিশ্বকাপে তিনি শচীনের সেঞ্চুরি চেয়েছিলেন। মাস্টার ব্লাস্টারকে দুই রানের জন্য শতরান মাঠে রেখে আসতে দেখে তিনি দুঃখ পেয়েছিলেন। আখতার বলছেন, “শচীনকে ৯৮ রানে আউট হতে দেখে দুঃখ পেয়েছিলাম আমি। ওটা ওর স্পেশাল ইনিংস ছিল। ওর সেঞ্চুরি করা উচিত ছিল। আমি চেয়েও ছিলাম। আর ওই বাউন্সারটায় ভেবেছিলাম আগের মতোই ছয় মারবে শচীন।” আখতার ওই ম্যাচে ৭২ রান হজম করেছিলেন নিজের কোটার ওভার করে। আর শচীনের উইকেটটাও তিনিই নেন।

আখতার শচীনের আরও প্রশংসা করেছেন। তিনি বলছেন, “শচীন ক্রিকেটের সবচেয়ে কঠিন যুগে ব্যাট করেছে। ও যদি এখন খেলত, তাহলে ১ লক্ষ ৩০ হাজারের ওপর রান করত। ফলে শচীনের সঙ্গে কোহলির তুলনায় মানে হয় না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here