bengali news

মহানগর ওয়েবডেস্ক: নির্বাসন কাটিয়ে ফিরে এসেও যে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌছনো যায়, তা প্রমাণ করে দিয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অ্যাসেজে প্রমাণ করেছিলেন স্মিথ। আর সম্প্রতি করে দেখালেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে দিন রাতের টেস্টে ৩৩৫* রানের অনবদ্য ইনিংস খেলেন বিতর্কিত অজি ওপেনার। আর তারপরেই মহাত্মা গান্ধীর উক্তি টুইটারে উদ্ধৃত করে স্বামীকে অসাধারণ ইনিংস খেলার জন্য শুভেচ্ছা জানালেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।

টুইটারে ক্যান্ডিস লেখেন,

‘শক্তি কখনও আপনার শারীরিক সক্ষমতা থেকে আসে না। এটা আপনার ইচ্ছা থেকে আসে। (মহাত্মা গান্ধী)’

সেই সঙ্গে আরও লেখেন,

‘অন্যরা তোমার উপর বিশ্বাস করছে কিনা সেটা বড় কথা নয়। তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস কর কিনা, সেটাই আসল।’

উল্লেখ্য, ম্যাচে ওয়ার্নারের দাপটে ৫৮৯/৩ করে অস্ট্রেলিয়া। সেখানে প্রথম ইনিংসে মাত্র ৩০২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। তাদের ফলো অন করায় অজি বাহিনী। সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। ম্যাচের যা হালচাল, তাতে ফলাফল ২-০ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

এই মুহূর্তে ১১৬ পয়েন্ট নিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই নম্বরে আছে ব্যাগি গ্রীন। আগামী বছর জানুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে আসবে ক্যাঙ্গারু বাহিনী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here