national news

মহানগর ওয়েবডেস্ক: করোনা আবহে আগামীকাল ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে দেশ। উৎসবের প্রাক্কালে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নানান বিষয় নিয়ে এদিন রাষ্ট্রপতির ভাষণে দেশের সেনাবাহিনীর কথা বিশেষভাবে তুলে ধরলেন তিনি। একইসঙ্গে বার্তা দিলেন দেশের শত্রুদের। তার বক্তব্যের মধ্যে ছিল নয়া লাগু হওয়া শিক্ষানীতি, অযোধ্যা রাম মন্দির ও বিশ্বজুড়ে ভয়াবহ আকার নেওয়া করোনার কথা।

শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিশেষভাবে রাষ্ট্রপতি তুলে ধরলেন উত্তর-পূর্ব লাদাখের গালোয়ান ঘাঁটিতে শহিদ হওয়া সেই বীর জওয়ানদের কথা। কোবিন্দ বলেন, ‘গালোয়ানে বীরত্বের পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গোটা দেশ শহিদ জওয়ানদের জন্য গর্বিত। দেশ রক্ষায় প্রাণ বলিদান দিয়েছেন তারা।’ এরপরই রাষ্ট্রপতি বলেন, ‘আমার শান্তি রক্ষার্থে বিশ্বাসী তবে দেশের সেনা বুঝিয়ে দিয়েছে দেশের প্রতি শত্রুর আঘাতের কড়া জবাব দিতেও প্রস্তুত আমরা।’ এর পাশাপাশি নিজের ভাষণে বর্তমান করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, ‘করোনাভাইরাস বিভাজন মানে না। ফলে যুগে যুগে যে বিভাজন মানুষ তৈরি করেছে পৃথিবীতে এবার তার উর্ধে উঠে এবার একত্রে কাজ করতে হবে।’ ভেদাভেদ ভুলে এক জোট হয়ে কাজ করার অনুরোধ জানান রাষ্ট্রপতি।

পাশাপাশি দেশের দরিদ্র মানুষের যন্ত্রণার কথা তুলে ধরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘ভয়ঙ্কর এই অতি মাটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের দিন আনা দিন খাওয়া মানুষগুলো। যদিও তাদের সাহায্যার্থে একাধিক প্রকল্প এনেছে সরকার।’ পাশাপাশি শুধু দেশ নয় গোটা বিশ্বে ভারত যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সে কথা এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়াও পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ আম্ফান ঝড়ের কথাও এদিন উঠে আসে জাতির উদ্দেশ্যে রাষ্টপতির ভাষনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here