bengali sports news

Highlights

  • কূটনৈতিক সম্পর্কের অবনতির পর থেকেই বন্ধ ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ
  • ২০১২ সালে শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল
  • নিরপেক্ষ ভেন্যুতে খেলা হোক, দাবি আখতারের

মহানগর ওয়েবডেস্ক: ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে চর্চিত ম্যাচ সবসময়ই ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির পর থেকেই বন্ধ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। আর সেই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। আর দীর্ঘদিন এই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের জন্য পরোক্ষে দুই দেশের সরকারকেই দুষলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেন,

‘আমরা ডেভিস কাপে, কবাডিতে একে ওপরের বিরুদ্ধে খেলতে পারি। তাহলে ক্রিকেট খেলতে কী সমস্যা? ভারত না হয় পাকিস্তানে আসবে না, পাকিস্তানও ভারতে গিয়ে খেলবে না। এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি বা বিশ্বকাপে তো আমরা নিরপেক্ষ কোনও দেশে খেলি। তাহলে দ্বিপাক্ষিক সিরিজও কেন নিরপেক্ষ জায়গায় খেলা হবে না?’

তিনি আরও বলেন, ‘আমরা আয়োজক দেশ হিসেবে খুব ভাল এবং ভারত সেটার প্রমাণ পেয়েছে। বীরেন্দ্র সেহবাগ, শচীন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলিকেই জিজ্ঞাসা করুন, ওরা এখানেও সমান ভালবাসা পেয়েছে। আমাদের মধ্যে যতই সমস্যা থাকুক না, তার প্রভাব ক্রিকেটের ওপর যেন না পরে। আশা করব, ভারত ও পাকিস্তান খুব তাড়াতাড়ি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। আমি মনে করি এটা দুই দেশের জন্যই খুব দরকারি।’

উল্লেখ্য, ২০১২ সালে শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান ভারতে এসেছিল। ২০০৭ সালে শেষ টেস্ট খেলেছিল দুই দেশ। যদিও সম্প্রতি ভারত থেকে একটি দল পাকিস্তানে কবাডি টুর্নামেন্ট খেলতে যায়। যদিও তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন,

‘এই মুহূর্তে পাকিস্তান যথেষ্ট নিরাপদ। ভারত থেকে কবাডি টিম খেলতে এসেছিল। তারা সবাই প্রচুর ভালবাসা পেয়েছে। বাংলাদেশও টেস্ট খেলতে এসেছে। যদি এরপরও ভারতের কোনও সমস্যা থাকে তাহলে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হোক। যদি ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে চায়, তাহলে বানিজ্য বন্ধ করে দিক। আমরা পেঁয়াজ-টম্যাটোর আদান-প্রদান করি, তাহলে ক্রিকেট কেন খেলব না। ক্রিকেটের মধ্যে রাজনীতি মিশে গেলেই সমস্যা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here