kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: রবিবার নানা নাটকের পর সর্বসম্মতিক্রমে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার ছাড়পত্র পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার একাই তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ফলে ২৩ অক্টোবর বোর্ডের নির্বাচনের পর সরকারি ভাবে বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার আগেই নিজের লক্ষ্য ঠিক করে ফেলছেন মহারাজ। আর সেই লক্ষ্যর অন্যতম যে আইসিসির ভাড়ার থেকে বকেয়া টাকা আদায় করা, তা সোজাসুজিই বলে দিয়েছেন তিনি।

সোমবার নমিনেশন জমা দেওয়ার পর তিনি বলেন,

‘আমরা শেষ কয়েক বছরে আইসিসির থেকে কোনও রকম টাকা পাচ্ছি না। এই টাকা কিন্তু আমাদের হকের টাকা। ফলে সেই দিকে আমাদের নজর দিতে হবে।’

তিনি জানান, ‘আইসিসির গ্লোবাল রেভেনিউয়ের ৭৫-৮০ শতাংশ ভারত থেকেই আসে। ফলে সেই নিয়ে আমরা অবশ্যই আইসিসির সঙ্গে আলোচনা করব। এইভাবে তো বেশিদিন চলতে পারে না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে যে নতুন রেভেনিউ মডেল তৈরি হয় সেই অনুযায়ী ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে বিসিসিআই আইসিসির থেকে ২৯৩ মিলিয়ন ডলার পাবে। যদিও বিসিসিআই সেই সময় দাবি জানিয়েছিল ৫৭০ মিলিয়ন ডলারের। কিন্তু তা হয়নি। নতুন নিয়ম অনুযায়ী বিসিসিআই পাবে ২৯৩ মিলিয়ন ডলার, ইসিবি পাবে ১৪৩ মিলিয়ন ডলার, জিম্বাবোয়ে পাবে ৯৪ মিলিয়ন ডলার এবং বাকি পূর্ণ সদস্যরা ১৩২ মিলিয়ন ডলার করে পাবে। অ্যাসোসিয়েট দেশগুলির পাওয়ার কথা মোট ২৮০ মিলিয়ন ডলার।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here