kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: এক বৃষ্টির জ্বালায় মন খারাপ পুজো প্রেমীদের। সপ্তমীতে বৃষ্টি ভিজে ঠাকুর দেখার পর এবার অষ্টমীতেও বর্ষাবে বৃষ্টি এমনই দাবি হাওয়া অফিসের। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ নবমী থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সবমিলিয়ে বৃষ্টির জেরে এবার পুজো মাটি হতে চলেছে উৎসব মুখর বাঙালির।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ আদ্রবাতাস প্রবেশের ফলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, তাঁকে সঙ্গ দিয়ে চলেছে তাপমাত্রা। ফলস্বরূপ উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ ভালোরকম বাড়বে।

তবে এখনও পর্যন্ত বাঙালির পুজো উচ্ছ্বাসের সঙ্গে সেভাবে পাল্লা দিয়ে লড়াইটা করে উঠতে পারেনি বৃষ্টি। সপ্তমিতেই তা দেখা গিয়েছে শহর কলকাতায়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি ও পুজোপ্রেমীদের সঙ্গে পাল্লা দিয়ে সঙ্গ দিয়েছে পুজোর দায়িত্বে থেকে নিরাপত্তারক্ষীরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভিড় সামলাতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here