weather kolkata

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি হবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৫ মিমি।

দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত। এর প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে।

বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং এর অতিভারী বৃষ্টির সর্তকতা। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, সপ্তাহান্তে ভালো বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

শনিবারেও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here