Parul

মহানগর ডেস্ক: উচ্চতায় প্রায় ১২ কিলোমিটার লম্বা, প্রস্থে প্রায় ৫০ কিলোমিটার। বুধবার কলকাতা সংলগ্ন এলাকায় তাণ্ডব চালানো মেঘের আকার ছিল এমনটাই। মুহুর্মুহু বাজ, সেই সঙ্গে অঝোরে বৃষ্টি। জল জমতে লাগেনি বেশি সময়।

ads

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালের অতিকায় ওই মেঘ উড়ে এসেছিল বাংলাদেশ থেকে। সেই সঙ্গে রাজ্যের ওপর সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। বাতাসে রয়েছে জলীয় বাষ্প। আজ, বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গর বিভিন্ন এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

মৌসম ভবনের পক্ষ থেকেও মোটের ওপর একই আভাস দেওয়া হয়েছে। দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। সেই সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে বলে অনুমান। উত্তরের দিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল তাতে উল্লেখ ছিল না ওইরকম তাণ্ডবের কথা। আচমকা মেঘ সঞ্চারে চলেছিল দুর্যোগ। আজ দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে বলেই আভাস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here