ডেস্ক: ডিএ সরকারের দয়ার দান, কর্মীদের অধিকার নয়। স্যাটের এই রায়কে খারিজ করে কলকাতা হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছে ডিএ কর্মীদের অধিকার। কিন্তু সেই অধিকার মাফিক ডিএ এখনও ঢোকেনি কর্মীদের অ্যাকাউন্টে। বলা ভালো মামলার জটিলতা এখনও কাটেনি। এহেন পরিস্থিতিতে বুধবার ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে হাইকোর্টে। সেদিকেই এখন নজর রাজ্য সরকারী কর্মীদের।
ডিএ মামলার স্যাটের রায়কে খারিজ করার পর বিচারপতি দেবাশিস করগুপ্ত কর্মীদের পক্ষে রায় দিয়ে মূল মামলাটি বিবেচনার জন্য ফের স্যাটে পাঠান। স্যাটে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়ে গেলেও, বিচারপতি করগুপ্তের রায় নিয়ে প্রশ্ন তুলে ফের হাইকোর্টে আসে। বিচারপতি ট্যান্ডনের এজলাসে হয় সেই মামলার শুনানি। ফলে স্যাটের রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট।
এহেন পরিস্থিতিতে একাধিক শুনানির পর অবশেষে বুধবার এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের বেঞ্চে। সরকারি কর্মীদের আশা হাইকোর্ট রায় দিলেই সরকারি কর্মীরা ডিএ পাবেন কিনা সেই রায় দেবে স্যাট।