মহানগর ডেস্ক: ঘাটাল থেকে ফের বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর বক্তব্যে উঠে এল বহিরাগত তত্ত্ব। অভিষেক বলেন, “বহিরাগতদের দিয়ে বাংলায় ভোট হবে না।” কর্মী সমর্থকদের উদ্দেশে এর পর তারঁ প্রশ্ন, আপনারা বহিরাগতদের চান, নাকি বাংলার মেয়েকে। বাংলায় বহিরাগতদের কোনও ঠাঁই নেই বলেও জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
শনিবার তাঁর নিশানায় বিজেপি তো ছিলই, তেমনই নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, “মেদিনীপুর কারও পৈতৃক সম্পত্তি নয়।” নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম দাসপুর এবং ঘাটালে রোড শো করলেন অভিষেক। ‘দিদির দূত’ গাড়ি নিয়ে রোড শো করেন তিনি। সাউন্ড বক্সে রীতিমতো ‘খেলা হবে’ স্লোগানে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। দাসপুর থেকে ঘাটাল সাড়ে ৪ কিলোমিটার রোড শো শেষে ঘাটালের বিবেকানন্দ মোড়ে বক্তব্য রাখেন তিনি।
বিজেপি যতই চেষ্টা করুক মেদিনীপুরে বিশেষ কিছু করতে পারবে না। ওদের জামানত জব্দ হবে বলে এই সভা থেকে হুঙ্কার দেন অভিষেক। এর আগে তমলুকে জনসভা করেছিলেন অভিষেক। শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে তাঁর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেককে।