news sports

মহানগর ওয়েবডেস্ক: করোনা আক্রান্ত ভারতকে অন্ধকার থেকে আলোর পথে চালিত করতে, গত রবিবার রাতে মোমবাতি বা আলোর বিকল্প কিছু প্রজ্জ্বলিত করুক দেশবাসী। এমনটাই আবেদন করেছিলেন নরেন্দ্র মোদী।

মোদী একবারের জন্যও দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে অকাল ‘দীপাবলি’ উদযাপন করতে বলেননি। ঘটনাচক্রে গতরাতে দেশের প্রায় বিভিন্ন প্রান্তের মানুষ মোমবাতি বা প্রদীপ জ্বালানোর বিষয়টাকে ভুলে গিয়েই বাজি পুড়িয়েছেন, পটাকা ফাটিয়েছেন।

মাত্রাতিরিক্ত শব্দদূষণ ও বায়ুদূষণ হয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই। যা কোনও ভাবেই কাঙ্খিত ছিল না। এই পুরো ঘটনায় হতবাক টিম ইন্ডিয়ার সিনিয়র স্পিনার আর অশ্বিন। তিনি টুইটারে লিখলেন, ” এটা ভেবে অবাক হচ্ছি মানুষ কখন এই বাজিগুলো কিনল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কখন কিনল?”

গত শুক্রবার সকাল ন’টায় দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিতে গিয়ে মোদী বলেছিলেন, “৫ এপ্রিল আপনাদের সকলের কাছ থেকে ৯ মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্য সকলে ঘরের আলো নিভিয়ে রাখুন। বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here