মহানগর ডেস্ক: রণবীর কাপুর এবং আলিয়া ভট্টের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। করোনা ভাইরাসের মহামারীর জন্যে গত এক বছর স্তব্ধ ছিল সবকিছু । নতুন বছরের শুরুর সাথে স্বাভাবিকতা ফিরে আসছে সবার জীবনে। এরই মাঝে বলিউডের এই হাই প্রোফাইল জুটির বিয়ে নিয়ে শুরু হলো আরো একদফা জল্পনা। সম্প্রতি ডিজাইনার মনীষ মালহোত্রা বাড়িতেই যান নীতু কাপুর এবং ঋদ্ধিমা সাইনি কাপুর।
তাদের মণীশ মালহোত্রার বাড়িতে দেখার পর থেকেই শুরু হয় আরেক দফা আলোচনা।তবে এই বিষয় নিয়ে রণবীর বা আলিয়া কেউই কিছু জানায়নি। তবে মনে করা হচ্ছে চলতি বছরে রণবীর আলিয়ার বিয়ের পিঁড়িতে বসার বিশেষ সম্ভবনা নেই ।
এই গুঞ্জনের মধ্যেই মুক্তি পেয়েছে আলিয়া ভট্টের গাঙ্গুবাই কঠিয়াওয়াড়ির টিজার। সঞ্জয় লীলা বনশালির তৈরি এই ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দিয়েছে আলিয়া ভট্ট ।