নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: স্ত্রী জড়িয়েছে পরকীয়ায়। সেটা আর কিভাবে মেনে নেবেন স্বামী। তাই নিত্যদিন লাগতো ঝগড়া বিবাদ। আর সেই বিবাদের জেরেই স্বামীর হাতে শুধু খুনই হয়ে গেলেন না স্ত্রী, কার্যত দুটুকরো হয়ে গেলেন তিনি। ঘটনাস্থল দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমার সোনারপুর থানার উকিলা এলাকা। জানা গিয়েছে মহিলার পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর থেকেই নিত্যদিন ঝগড়া লেগে থাকত ওই দম্পত্তির মধ্যে।
শনিবার সেই ঝগড়া চলাকালীন সময়ে হাতের কাছে থাকা হাঁসুয়া দিয়েই স্ত্রীকে আক্রমণ করে বসে স্বামী। হাঁসুয়ার একের পর এক আঘাতে ওই মহিলা শুধু ক্ষতবিক্ষতই হননি কার্যত হাঁসুয়ার কোপে দুটুকরো হয়ে যান। পাড়াপ্রতিবেশিদের মাধ্যমেই ঘটনার কঠা জানতে পারে সোনারপুর থানার পুলিশ। তারাই গিয়ে ওই মহিলার দেহ উদ্ধার করে তা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি আটক করে ওই মহিলার স্বামীকেও।