Home Featured কবির মৃত্যুর আট দিন পর করোনায় প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রীও

কবির মৃত্যুর আট দিন পর করোনায় প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রীও

0
কবির মৃত্যুর আট দিন পর করোনায় প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রীও
Parul

নিজস্ব প্রতিনিধি:  কবি শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় করোনায় মারা গেলেন কবি পত্নী প্রতিমা ঘোষ। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, বাড়িতেই হোম আইসোলেশনে তাঁর চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

জানা যায় গত ১৪ এপ্রিল শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট আসে। জানা যায় কবি করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সময় স্ত্রী প্রতিমা ঘোষেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের বাড়িতেই চিকিৎসা চলছিল।২১ এপ্রিল শঙ্খ ঘোষের মৃত্যু হয়। শঙ্খ ঘোষের মৃত্যুর পর প্রতিমা দেবীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। প্রতিমা দেবীর জনপাইগুড়িতে জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন তিনি। তিনি বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করতেন।

জানা যায়, করোনা আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে যেতে রাজি হননি শঙ্খ ঘোষ। তাই বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থায় করা হয়। জানা গিয়েছে, বাড়ির বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গিয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here