kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আইএনএক্স মিডিয়া মামলায় জেলে বন্দি পি চিদম্বরম৷ তাঁর সঙ্গে তিহার জেলে গিয়ে দেখা করলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ এরপর খানিকটা আবেগতাড়িত হয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ ট্যুইটে বলেন, তিনি শক্ত ও সাহসী থাকবেন৷ ভেঙে পড়বেন না৷ সিনিয়র কংগ্রেস নেতা ৫ সেপ্টেম্বর থেকে জেলে রয়েছেন৷ তিনি ট্যুইটে লেখেন, ইউপিএ চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী দেখা করায় তিনি সম্মানিত৷ সনিয়া ও মনমোহন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করায় প্রমাণিত হল কংগ্রেস তাঁর পাশেই আছে৷ চিদম্বরম জেলে যাওয়ার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা তাঁর হয়ে ট্যুইটে পোস্ট দিচ্ছেন৷

সোমবার অন্য একটি ট্যুইটে তিনি বলেন, ভারতে সব কিছু ভালো৷ শুধু বেকারত্ব, চাকরি হারানো, নিম্ন মজুরি, গণহত্যা এবং কাশ্মীরের পরিস্থিতি বাদে৷ সেইসঙ্গে বিরোধীদের জেলে পাঠানো দিয়েও সরব হন তিনি৷ কার্তি চিদম্বরম এদিন জেলে গিয়ে বাবার সঙ্গে দেখা করেন৷ সনিয়া-মনমোহন চিদম্বরমের সঙ্গে দেখা করার জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি৷ তাঁর কথায়, আমার বাবা ও আমাদের পরিবার কংগ্রেস সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ৷ তাঁরা বাবার সঙ্গে দেখা করে সমর্থন জানিয়েছেন৷ এটা আমাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে৷

জেল আধিকারিকরা জানিয়েছেন, সনিয়া ও মনমোহন সকালে জেলে এসেছিলেন৷ তাঁরা জেল নম্বর সাতে চলে যান৷ প্রায় আধ ঘণ্টা চিদম্বরমের সঙ্গে কথা বলেন৷ চিদম্বরম জেলে বন্দি হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন৷ এসেছিলেন আহমেদ পাটিল ও গুলাম নবি আজাদ৷ গত সপ্তাহে তাঁরা কংগ্রেস নেতার সঙ্গে জেলে দেখা করেন৷ সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ৫ সেপ্টেম্বর থেকে তিনি জেলে৷ ২১ অগস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here