ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান। সবুজ শিবিরেই থাকছেন শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতায় প্রশান্ত কুমার ও অভিষেকের সঙ্গে মঙ্গলবার রাত্রে দু’ঘন্টার বৈঠকে বসেন শুভেন্দু। মধ্যস্থতা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়।
তিনি থাকছেন তৃণমূলেই। সৌগত বলেন, আগেই বলেছিলাম আলোচনার রাস্তা খোলা। ছেড়ে দিলে মুখ্যমন্ত্রী কে জানিয়ে দিতাম। শুভেন্দু দলেই থাকছেন।
তবে মন্ত্রিত্বে ফিরবেন? ইস্তফা দেওয়ার পর অধিকারীর সমস্ত দফতর নিজের হাতে রেখে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই পদ হস্তান্তরিত করতেই পারেন। হাজার হোক তাঁর দলের মজবুত স্তম্ভ শুভেন্দুই।