ডেস্ক: তাঁদের বিবাদের জন্য পাতা ভরেছে অনেক। কিন্তু এখনও জ্বলছে সেই আগুন। ২০০২ সালে সলমান খান ব্রেকাআপ করেন ঐশ্বর্য রাই-এর সঙ্গে। তা রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে মিডিয়াকে জানান তিনি। কারন হিসাবে তুলে ধরেন তাঁর প্রতি সলমানের অত্যাচার ও অত্যন্ত সন্দেহ বাতিকতা। তাঁর উপর যে অত্যাচার হত ঐশ্বর্য সেটা সবসময় বলে এসেছেন। এমনকি তাঁর শরীরে সলমানের মারের দাগ নিয়েও সমালোচনা করেন তিনি। কিন্তু বেশ কয়েকদিন আগেই সলমান জানান ঐশ্বর্য রাই-এর বলা সমস্ত কথা মিথ্যা। তিনি কারোর উপর কোনদিন হাত তোলেননি। হ্যাঁ রাগের মাথায় একবার পরিচালক সুভাষ ঘাই কে আঘাত করেছিলেন তিনি। কিন্তু সেটা পরে তিনি ক্ষমা চেয়ে নেন।
তাঁর সাথে ঐশ্বর্য রাই-এর ব্রেক আপের পর নিজে তিনি মানসিকভাবে ভেঙ্গে পরেন। এর জন্যই নিজেই নিজেকে আঘাত করতেন তিনি। এমনই খবর জানা গিয়েছে একটি সংবাদ মাধ্যমের প্রচারিত খবর অনুযায়ী। এই বিষয়ে ঐশ্বর্য রাই বলেন নিজের আত্মসন্মান অনেক বড় বিষয় তাঁর কাছে। নিজের আত্মসন্মান বাদ দিয়ে তিনি কিছু করবেন না বলে জানিয়েছেন। তিনি এও জানান সলমনের সঙ্গে তাঁর সম্পর্কে যেন দুঃস্বপ্নের মত ছিল। বলা যেতে পারে বহু পুরানো প্রেম এখনও তাড়া করে বেড়ায় সলমান-ঐশ্বর্য।