Home Latest News সেক্টর ফাইভে অস্থায়ী দোকান উচ্ছেদ, প্রতিবাদে সরব ব্যবসায়ীরা

সেক্টর ফাইভে অস্থায়ী দোকান উচ্ছেদ, প্রতিবাদে সরব ব্যবসায়ীরা

0
সেক্টর ফাইভে অস্থায়ী দোকান উচ্ছেদ, প্রতিবাদে সরব ব্যবসায়ীরা
Parul

ডেস্ক: কথা নেই, বার্তা নেই দুম করে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হল সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায়। যার জেরে বন্ধ হতে বসেছে কয়েকশো মানুষের অন্ন সংস্থান। ঘটনার জেরে বন্ধ হয়েছে সল্টলেক চত্ত্বরের প্রায় সাড়ে সাতশো স্টল। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামল স্থানীয় খাবার বিক্রেতারা।

সরকারের তরফে কোনও নোটিস দেওয়া হয়নি, শুক্রবার রাতে হঠাৎ করেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এরপর এদিন সকাল থেকেই সেক্টর ফাইভের সমস্ত অস্থায়ী দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয় সরকার। রাতারাতি মাইকিং করে শুরু হয়ে যায় উচ্ছেদ প্রক্রিয়া। ঘটনার জেরে এদিন সকাল থেকেই বিক্ষোভে নামেন সেখানকার ব্যবসায়ীরা। আটকে দেওয়া হয় সমস্ত খাবারের ডেলিভারি বয়দের। চা সিগারেটের থেকে শুরু করে দুপুরের লাঞ্চ বন্ধ সবকিছুই। খাবারের হাহাকার পড়েছে অফিসপাড়ায়। জানা যাচ্ছে, সল্টলেক এলাকার সৌন্দর্যায়নের জন্যই তুলে দেওয়া হচ্ছে সমস্ত দোকানপাট।

ঘটনার জেরে ব্যবসায়ীদের থেকে শুরু করে সিফটিং কর্মীদের ভোগান্তি পৌঁছেছে চুড়ান্ত পর্যায়ে। কিন্তু দোকান তুলে দিলে এত মানুষের জীবিকার বিকল্প কী হবে? তাঁর কোনও সদুত্তর নেই কারও কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here