ডেস্ক: গত দুদিন ধরে উত্তরবঙ্গে দাপাচ্ছে কালবৈশাখী। সঙ্গে শিলাবৃষ্টি তাল মিলিয়ে জনজীবন করেছে বিপর্যস্ত। এবারে সপ্তাহন্তেই দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে কালবৈশাখী আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর সঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। বেশ কিছু এলাকাগুলিতে ঝড়ের সাথে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিপাত হবে কয়েকটি জেলায় বলে জানা গিয়েছে।
জেলাগুলি হল বাঁকুড়া,বীরভূম ও মুর্শিদাবাদ। হাওয়া অফিস জানিয়েছে বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তাঁর পাশপাশি বিহার ও ঝাড়খন্ডের উপর একটি ঘূর্নাবর্ত সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। আর এই কারনেই বাতাসে জলীয় বাস্পের পরিমান বাড়ছে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে।