নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: সেরেস্তায় ঢুকে এক মুহুরিকে সিভিল আদালতের আইনজীবীর মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে বারুইপুর মহকুমা আদালতে কর্মবিরতীর ডাক দিলেন ৫০০ জন মুহুরি। শুক্রবার আদালত চত্বরে মিছিল করে বিক্ষোভ দেখান মুহুরিরা । এর জেরে আসামিদের নিয়ে আসা পুলিশের গাড়িকে বাধার মধ্যে পড়তে হয়।
শিকেয় ওঠে আদালতের কাজ কর্ম । বারুইপুর মহকুমা আদালতের মুহুরিদের পক্ষ থেকে শঙ্কর দাস জানান, ‘গত বুধবার বিকালে আমাদের সেরেস্তায় ঢুকে মুহুরি গৌর নস্করকে বেধড়ক মারধর করে সিভিল আদালতের আইনজীবী স্বপন রায় সরকার। এমনকি সেরেস্তায় চেয়ার, টেবিল ফেলে দেওয়া হয় । এই ব্যাপারে আদালতের ঊর্ধ্বতন কর্তিপক্ষকে জানানো হয়েছে । যতদিন এর বিচার না হচ্ছে আদালতের প্রায় ৫০০ জন মুহুরি এর জন্য অনির্দিষ্ট কালিন কর্ম বিরতির ডাক দিয়েছে । আদালতের মুহুরিরা জানিয়েছে , যত দিন না এই সমস্যার সুরাহা হচ্ছে, আসামিদের জামিনদার হিসাবে এদিন কেউ কাজ করবে না।