Home Featured আসাদউদ্দিন দেশের বড় নেতা: যোগী।। … তর্কে বহু দূর

আসাদউদ্দিন দেশের বড় নেতা: যোগী।। … তর্কে বহু দূর

0
আসাদউদ্দিন দেশের বড় নেতা: যোগী।। …  তর্কে বহু দূর
Parul

মহানগর ডেস্ক: উত্তর প্রদেশ জেলা পরিষদে এক চেটিয়া জয় পেয়েছে ভারতীয় পার্টি। নিজেদের পরিচিত কেন্দ্রে মুখ থুবড়ে পড়েছে সমাজবাদী পার্টি। আলোচনায় মায়াবতীর রাজনৈতিক বুদ্ধি। এরই মধ্যে আসাদউদ্দিন ওয়েসিকে ‘দেশের বড় নেতা’ বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাম্প্রতিক সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে আসাদউদ্দিন ওয়েসির দল ‘মিম’। বিহার হোক কিংবা পশ্চিমবঙ্গ নির্বাচন, আলোচনায় থেকেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা তাঁকে প্রদান করেছেন ‘ভোট কাটুয়া’ উপাধি। মূলত সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের দিকে নিয়ে আসাই লক্ষ্য ওয়েসির। অর্থাৎ ভোট ভাগ করার ক্ষেত্রে ‘মিম’-এর ভূমিকা লক্ষণীয়। উত্তর প্রদেশে তিনি দাঁত ফোটাতে চাইলে ভাগ হতে পারে কিছু ভোট। যার ফলে সুবিধা পেতে পারে বিজেপি, মনে করছেন রাজনৈতিক বোদ্ধাদের একাংশ।

উত্তর প্রদেশে বিজেপির গদি ওল্টানো চাট্টিখানি কথা নয়। বিভিন্ন দলের মধ্যে ভোট ভাগ হয়ে গেলে যে কোনও বিরোধী দলের ক্ষেত্রে কঠিন হবে সে প্রচেষ্টা। এমতাবস্থায় ‘সিন্ধু’ গড়ার জন্য ভরসা ‘বিন্দু বিন্দু’। বিগত কয়েক বছর ঘুরপাক খাওয়া আবারও সেই প্রশ্ন উঠবে তখন, ‘আদৌ সম্ভব বৃহত্তর কোনও জোট?’ যদি সম্ভব না হয় সেক্ষেত্রে শক্ত হবে যোগী আদিত্যনাথের হাত। উত্তর প্রদেশে অক্ষত থাকবে গেরুয়া দূর্গ।

আসাসউদ্দিন সম্পর্কে যোগী কী বলেছেন দেখে নেওয়া যাক-

আসাদউদ্দিন ওয়েসি আমাদের দেশের বড় নেতা। আসন্ন ২০২২ নির্বাচনে তিনি যদি বিজেপিকে চ্যালেঞ্জ করে থাকেন তাহলে আমাদের কর্মীরা তা মুক্ত হস্তে গ্রহণ করবে। ২০২২-এ নিশ্চিত রূপে ক্ষমতায় থাকবে বিজেপি।

শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনে আসাদউদ্দিনের পার্টির সঙ্গে জোটে থাকতে পারে ওম প্রকাশ রাজভড়ের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (মূলত দলিত ভোট এনাদের লক্ষ্য)। রাজভড়ের দল এক সময় মিত্র দল ছিল বিজেপির। এখন এনারাও বিরোধী ব্রিগেড গড়ার কাজে নামতে চাইছেন বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here