ডেস্ক: ছেলের জন্মদিনে ছেলের নামে মন্দিরে পূজো দিতে যাচ্ছিল মা। ছেলে তখন বাড়িতেই। নিজেই সে মাকে বলেছিল ঘরের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দিতে। মা সেটাই করে যান। ঘণ্টা খানেক পড়ে যখন বাড়ি ফিরলেন তখন বাইরে থেকে বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলেন সিলিং ফ্যান থেকে মায়ের শাড়ি বাঁধা অবস্থায় ঝুলছে ছেলে। ঘটনার জেরে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের প্রতাপবাগান এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অয়ন মজুমদার (১৬) নামে ওই কিশোর আত্মহত্যাই করেছে। তবে পুলিশ এটাও খতিয়ে দেখছে ঘটনা সতিই আত্মহত্যা নাকি খুন। কারণ বাড়িতে ঘটনার সময় কেউ ছিল না। বাইরে থেকে কেউ এসে ঘটনা ঘটিয়ে চলেও যেতে পারে। এলাকাবাসীর তরফে জানা গিয়েছে ওই কিশোর মেধাবী হওয়ার পাশাপাশি ভয়াল গিটার বাজাতেও পাড়ত। আগামী ২৭ তারিখ থেকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ার কথা। তার আগে গিটার বাজানো নিয়ে গতকাল মায়ের সঙ্গে কথাকাটি হয়েছিল অয়নের। অনেকের ধারণা সেই ঘটনার জেরেই অভিমানে আত্মঘাতী হয়েছে সে।