Highlights
- একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন যুবরাজ সিং
- একই ওয়েব সিরিজে অভিনয় করবেন তাঁর স্ত্রী হ্যাজেল কিচ, ভাই জোরাবর সিং
- অসমের প্রোডাকশন কোম্পানি ড্রিম হাউজ প্রোডাকশনস এই ওয়েব সিরিজটি প্রযোজনা করবে
মহানগর ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বজুড়ে টি২০ লিগ খেলে চলেছেন যুবরাজ সিং। আর এবার আরও একটা নয়া রূপে দেখা যাবে তাঁকে। খুব শীঘ্রই একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। একই ওয়েব সিরিজে অভিনয় করবেন তাঁর স্ত্রী হ্যাজেল কিচ, ভাই জোরাবর সিং।
অসমের প্রোডাকশন কোম্পানি ড্রিম হাউজ প্রোডাকশনস এই ওয়েব সিরিজটি প্রযোজনা করবে। যুবরাজের মা শবনম সিংও এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে যুবরাজের মা জানান,
‘এবার গোটা পৃথিবী একসঙ্গে যুবরাজ সিং ও জোরাবর সিংকে দেখবে। ওয়েব সিরিজের মূল চরিত্রে অবশ্য আমার ছোট ছেলে জোরাবরকেই দেখা যাবে। মা হিসেবে আমি আমার দুই ছেলে ও বৌমার (হ্যাজেল) জন্য গর্বিত।’
ওই সিরিজটির চিত্রনাট্য লিখছেন বিপিন উনিয়াল, যিনি আবার অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ সিনেমার চিত্রনাট্যকার। এর পাশাপাশি বলিউডের আরও বেশ কিছু পরিচিত মুখকেও ওই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে।
গোটা প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে টি-সিরিজ স্টেজওয়ার্ক অ্যাকাডেমি। অন্যতম প্রডিউসার নিতা শর্মা জানান, ‘প্রাক্তন জাতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও তাঁর ভাই জোরাবর সিংকে নিয়ে একটা ওয়েব সিরিজ তৈরি করা বেশ সম্মানের। এছাড়া আমরা অসমের স্থানীয় প্রতিভাদের একটা প্ল্যাটফর্ম দিতে চাইছি। এই কারণে টি-সিরিজ ও আমাদের প্রোডাকশন হাউজ একসঙ্গে কাজ করবে।’